Posts

Showing posts from December, 2020

Products

  Product namePlayStation®4 ProProduct codeCUH-7000 seriesMain processorSingle-chip custom processorCPU: x86-64 AMD “Jaguar”, 8 coresGPU: 4.20 TFLOPS, AMD Radeon™ based graphics engineMemoryGDDR5 8GBStorage size*1TBExternal dimensionsApprox . 295×55×327 mm (width × height × length) (excludes largest projection)MassApprox. 3.3 kgBD/ DVD drive(read onlyBD × 6 CAVDVD × 8 CAVInput/ OutputSuper-Speed USB (USB 3.1 Gen.1) port × 3AUX port × 1NetworkingEthernet (10BASE-T, 100BASE-TX, 1000BASE-T)×1IEEE 802.11 a/b/g/n/acBluetooth® 4.0 (LE)PowerAC 100-240V, 50/60HzPower consumptionMax. 310WOperating temperature5ºC – 35ºCAV outputHDMI™ out port (supports 4K/HDR)DIGITAL OUT (OPTICAL) port

আপনি যেভাবে ব্যার্থ হতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে।

আপনি যেভাবে ব্যার্থ হতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে। অনলাইনে সার্চ করলে ফ্রিল্যান্সিং এ সফলতার হাজারো গল্প আপনি পেয়ে যাবেন। মোটিভেশন পাবেন। কিন্তু আমি আজ আপনাদের জানাবো কিভাবে আপনি অসফল হতে পারবেন সে সম্পর্কে। কি লেখাটা দেখে হাসি পাচ্ছে.? হাসিটা বন্ধ করে পড়ুন।। ব্যার্থ হবার প্রথম উপায় কোনকিছু চিন্তা করা বাদ দিন ইউটিউবে ২/৩টা ভিডিও দেখুন তারপর মার্কেটপ্লেসে একটা একাউন্ট খুলে ফেলুন, তারপর একটা অপরিপক্ব হাতে কয়েকটা সার্ভিসের গিগ তুলুন ব্যাস আপনি এখন একজন বড় ফ্রিল্যান্সার। তারপর অনলাইনে একটিভ থাকুন। কাজ পেলেতো ইউটিউব আছে প্রাকটিস করার কি দরকার কাজ পেলে দেখা যাবে ভাবতে থাকুন ব্যাস এতটুকু করলেই পৃথিবীর যত বড় বড় ফ্রিল্যান্সার আছে তাদের নিয়ে বসে মিটিং করলেও আপনার ব্যার্থতা ঠেকাতে পারবে না কেউ। ব্যার্থ হবার দ্বীতিয় কার্যকরী উপায়- গিগ বা সাভির্স তোলা হয়ে গেছে কিন্তু কাজ আসছে না সমস্যা নেই সারাদিন তো একটিভ আছি দেখি কোন গিগ গুলায় কাজ আছে। তারপর পুরো নিজের ক্রিয়েটিভিটি দেখায় ১০০% কপি করি ব্যাস কাজ শেষ এবার অর্ডার না এসে যাবে কোথায়.? নিশ্চিত থাকুন আপনার ব্যার্থতা কেউ ঠেকাতে পারবে না।